|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নবাগত ইউএনও’র সাথে বিরামপুর পৌরসভার মেয়র-কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৬ জুলাই, ২০২৩
দিনাজপুরের বিরামপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এবং সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের সাথে বিরামপুর পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে বিরামপুর পৌরসভার আয়োজনে পৌর কনফারেন্স সভাকক্ষে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী'র সভাপতিত্বে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারি কমিশনার ভূমি'র এর সাথে বিরামপুর পৌরসভার মেয়র-কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীগণের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রধান অতিথি নবাগত (ইউএনও) নুজহাত তাসনীম আওন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারঃ) মেসবাউল হক, পৌরসভার হিসাবরক্ষন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী (ভারঃ) আবু সোয়েব মোঃ সজল, উপজেলা আ' লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, উপ-সহকারী প্রকৌশলী বিপাশা রায়, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন সহ আরও অনেকে।
এর আগে নবাগত (ইউএনও) নুজহাত তাসনীম আওন ও সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, পৌর কাউন্সিলরবৃন্দসহ সকল কর্মকর্তা-কর্মচারী।
এছাড়া অনুষ্ঠানে কাউন্সিলর, কর্মকর্তা- কর্মচারী, সুশীলসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.