|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে কামরুল নামে একজনের লাশ উদ্ধার, সুজন আটক
প্রকাশের তারিখঃ ৫ জুলাই, ২০২৩
চাঁদপুরের হাজীগঞ্জ মাতৈন সাকিন এলাকায় হতে হাত পা বাধা গলায় ফাঁস লাগানো অবস্থায় মোঃ কামরুলের(৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সুজন সরদার নামে এক আসামীকে আটক করেছে চাঁদপুর পিবিআই।
তথ্য মতে, গত ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারী মাতৈন সাকিনের সরদার বাড়ী এলাকার বাশ ঝাড় থেকে উদ্ধার হয় মোঃ কামরুল নামে এক ব্যাওির লাশ। ঐ সময় লাশটি হাত পা বাধা, গলায় ফাঁস লাগানো অবস্থায় বাশের সাথে জুলানো অবস্থায় পায় পুলিশ।
পরে এটি পরিকল্পিত হত্যাকান্ড দাবী করে হাজীগঞ্জ থানায় মামলা করেন নিহতের ভাই।
যার নং-১৪। আর ঐ ঘটনায় হাজীগঞ্জ থানা পুলিশ উদঘাটন না করতে পারলেও অন্তত সাহসিকতার সাথে হত্যার সাথে জড়িত সন্দেহে হিসাবে নিহতের স্বজন সুজন সরদার নামে একজনকে আটক করে পিবিআই। তবে সুজন পূর্ব মাতৈন সরদার বাড়ীর মৃত সিরাজুল ইসলাম সরদার ও মুকছুদা বেগম দম্পত্তির ছেলে বলে জানিয়েছেন।
৫ জুলাই বুধবার সুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই পুলিশ পরিদর্শক কবির আহাম্মদ।
সুজনকে আটকের বিষয়য়ে পিবিআই চাঁদপুর পুলিশ পরিদর্শক কবির আহাম্মদ দৈনিক বাংলার অধিকার কে জানান, কামরুল ও সুজন চাচাতো জেঠাতো ভাই আমরা জেনেছি,আমরা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঐ পলাতক আসামী সুজনকে বহু চেষ্টা পরে আটক করতে সক্ষম হই।
মূলত সুজন জমি সংক্রান্ত বিরোধে জেধরে ও ক্ষীপ্ত হয়ে পরিকল্পিতভাবে সুজন এ ঘটনা ঘটিয়েছে বলে জানতে পারিৃ । এতে সুজনের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আসামীকে সুজমকে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.