|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর পত্নীতলায় আম চুরি ঠেকাতে গিয়ে দুর্বৃত্তের হামলায় বাগান মালিক গুরুতর জখম
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২৩
নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর মধ্যপাড়ায় আম চুরি ঠেকাতে গিয়ে বাগান মালিক আনোয়ার হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় বাদী হয়ে গত ( ২ই জুলাই ২৩) রোববার পত্নীতলা থানায় ৫ জন ও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন আনোয়ার। জানা যায়, আনোয়ার হোসেন পত্নীতলা উপজেলার ৩ নং দিবর ইউনিয়নের দিবর মধ্যপাড়া গ্রামের মৃত.খয়ের উদ্দিনের ছেলে।বিবাদীদের বাড়ি হতে ২০০ গজ দূরে আমবাগান। বিবাদীদের বাড়ি একই গ্রামে পাশাপাশি বাগান মালিকের বাড়ি অবস্থিত।
এজাহার সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন তার নিজ জমিতে আম বাগান লাগিয়েছে,বর্তমান সময়ে সেই বাগানের আম মাঝে মধ্যেই চুরি হয়ে যায়, ধরতে না পারায় উদ্দেশ্যপ্রণোদিত কাউকে কিছু বলে না। হঠাৎ গত ২৭/০৬/২৩ আনুমানিক ভোর ৫ টার সময়ে নিজ আম বাগানে গিয়ে দেখে, আম চুরি করতে আসা বিবাদীগণ ০১-নং মো. রনি হোসেন,০২-নং মো. রাজু হোসেন, ০৩-নং মো. ফজলু রহমান পিতা. মৃত সফি উদ্দিন ,০৪-নং মো. রিপন হোসেন এবং ০৫-নং বিবাদী মো.সিফাত হোসেন উভয় পিতা ফজলুর রহমান সর্ব সাং দিবর মধ্যপাড়া। উল্লেখিত বিবাদীগণ আম বাগানে দলবদ্ধভাবে ভোরবেলা ক্যারেট দিয়ে আম পাড়তে থাকে। আনোয়ার হোসেন তা দেখে চিৎকার চেঁচামেচি করলে পালিয়ে যেতে চাইলে ২ নং বিবাদীকে ধরে ফেলে। অন্যান্য বিবাদীগণ বাড়ি হতে লাঠি সোটা হাসুয়া লোহার রড এনে ২নং বিবাদীকে ছাড়াতে চেষ্টা করলে ব্যর্থ হলে বিবাদিগণ আনোয়ারকে এলোপাতাড়ি মারতে থাকে। ১নং বিবাদী হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার মাঝখানে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখমকরে তাৎক্ষণিক মাটিতে পড়লে ৩ নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে বাম হাত ভাঙ্গা গুরুতর জখম করে এবং চতুর্থ বিবাদী গলা চাপিয়ে ধরে আনোয়ারকে শ্বাস রোধে হত্যার চেষ্টা চালায়। চিৎকা চেঁচামেচিতে সাধারণ মানুষ এগিয়ে আসলে, পরবর্তীতে হুমকি ধামকি দিয়ে চলে যায়। মাথা কাটা রক্তাক্ত ও বাম হাতে গুরুত্বর জখম হয়ে মাটিতে পড়ে থাকলে, ঘটনাস্থলে আসা লোকজন অটো চার্জার যোগে চিকিৎসার জন্যে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করায়।
এ বিষয়ে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান,মামলা রুজু করা হয়েছে, এজাহারভুক্ত দুইজন আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে, খুব দ্রুত বাকি আসামিদের আটক করা হবে।
সাপাহার নওগাঁ প্রতিনিধি:
মঙ্গলবার ০৪ জুলাই ২৩
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.