|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ট্রাক ও অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশের তারিখঃ ৪ জুলাই, ২০২৩
কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুলাই) সকালে চাকির পশার ইউনিয়নের মিলেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে উক্ত ঘটনায় ফায়ার সার্ভিস ডিফেন্স।
মোঃ আখতারুজ্জামান সওদাগর সহ সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সামরিক চিকিৎসার জন্য রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সাময়িক চিকিৎসার পাশাপাশি আহত ব্যক্তিদের কে ইসিজি ও এক্স রে করে সিরাজুল ইসলাম নামে ১ জন কে মৃত ঘোষণা করেন ।
উন্নত চিকিৎসার জন্য যাওয়ার সময় পথিক মধ্যে সেলিনা বেগম মৃত্যুবরণ করেন।
নিহতরা হলেন সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫)।
জানা গেছে, সিরাজুল ইসলাম উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল গফফার আলীর ছেলে এবং সেলিনা রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর-রাজারহাট সড়কের মিলেরপাড় এলাকায় উলিপুরগামী একটি ট্রাক ও রাজারহাটগামী একটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি সড়ক থেকে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সিরাজুল ইসলাম মারা যান। এ সময় ওই অটোরিকশার আরও ছয়জন যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেলিনা বেগম মারা যান। পরে গুরুতর আহত ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.