|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাভারে বিস্তীর্ণ অঞ্চলে জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী-DBO-news
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২৩
টানা বৃষ্টিতে সাভার ও আশুলিয়া বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে মানুষজন পড়েছে চরম দুর্ভোগে। বৃষ্টিতে তলিয়ে গেছে চলাচলের একাধিক রাস্তা। পানি প্রবেশ করেছে বাড়ি-ঘরেও।
জলাবদ্ধতায় বিভিন্ন স্থানে ময়লা পানি আসায় অনেকে নানান রোগে আক্রান্ত হচ্ছেন।
এলাকাবাসী বলছে, নদী-নালা, খাল-বিল দখল হয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার জমে থাকা পানি যেতে পারছে না। ফলে তৈরি হয়েছে জলাবদ্ধতা
এছাড়া একাধিক রাস্তার পাশে ড্রেন না থাকায়ও জলাবদ্ধতার কারণ।
এদিকে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে বিভিন্ন স্থানে খানা-খন্দ থাকায় সেখানে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। গাড়ি চালকরা পড়েছে চরম দুর্ভোগে।
জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.