|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চতুর্থ শিল্প বিপ্লব -প্রস্তুতি গ্রহন করতে হবে- বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার-DBO-news
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২৩
ঠাকুরগাঁওয়ের মথুরপর পাবলিক হাই স্কুলের ৯০ বছর পূতি উপলক্ষে ২য় দিনের অনুষ্ঠানে
বাংলাদেশ সুপ্রিমকোটের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃনজরুল ইসলাম তালুকদার বলেছেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে স্মার্ট বাংলাদেশ এসে গেছি,এসডিজির দিকে এগিয়ে যাচ্ছি।পৃথিবীর অনেক রাষ্ট্রের বিদেশে ভাল রকম কাজ করে।তারা আইটি সেক্টরে কাজ করে,কিন্তু বাংলাদেশের অনেক মানুষকে দেখেছি তারা বাগানে কাজ করে, পরিস্কার পরিচ্ছন্ন করে।এক্ষেত্রে এদের বেতন অন্যান্য দেশের কর্মীর চেয়ে অনেক কম, সে কারনে আমরা পিছিয়ে যাচ্ছি।আমাদের সামনে কিন্তু আমাদের চতুর্থ শিল্প বিপ্লব।সে কারনে আমাদের অনেক প্রস্তুতি প্রয়োজন। আমরা যদি কোয়ালিটি উন্নয়ন করতে পারি তাহলে আমাদের মান সম্মান বাড়াতে সক্ষম হবো।
সে সময় ৯০ বছর পূর্তি উৎসব বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ সুপ্রিমকোটের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো:নজরুল ইসলাম তালুকদার,বিশেষ অতিথি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের প্রাপ্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা:মো:আব্দুল কাইউম প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্তি হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.