|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
গ্রাম বাংলার প্রকৃতি-DBO-news
প্রকাশের তারিখঃ ৩ জুলাই, ২০২৩
রঙ করা ঐ গগন
রঙে সমাহার,
রঙে রঙে ঐ আকাশ
হলো একাকার।
বলাকারা পাখা মেলে
খেলে নানা খেলা,
ধীরে ধীরে এসে গেলো
গোধূলির বেলা।
সাদা কালো মেঘ গুলো
উঠা নামা করে,
সোনা রোদে দোল দেয়
দেখে মন ভরে।
থেকে থেকে বায়ু বয়
এলোমেলো ধারা,
দেখে দেখে মন মোর
হলো আত্মহারা।
পাখি সব গান গায়
নানা সুর ধরে,
কৃষাণীরা মাঠ হতে
গাভী নেয় ঘরে।
জেলে গণ জাল ফেলে
ডাকাতিয়া জলে,
জাল সব ডুবে যায়
নদীর অতলে।
হংস মিথুনেরা সবে
খেলে নানা ছলে,
ডুবে ভাসে ভাসে ডুবে
রূপালীর জলে।
রূপালী জলের খেলা
ছোট ছোট ঢেউ,
জল নিতে নদী পারে
আসে কেউ কেউ।
জল ভরে কাঁখে করে
মৃদু মৃদু পায়,
গৃহ পানে হেঁটে যায়
ফিরে ফিরে চায়।
কুকুর সকল মিলে
করে কোলাহল,
মনে হয় সুখ দুঃখ
সবাকারে কয়।
খেলিছে হরস মনে
শৃঙ্গারে ব্যাকুল,
প্রেম আলিঙ্গনে হল
সকলে আকুল।
কচুরির ফুল দোলে
দক্ষিণা হাওয়ায়,
বক পাখি মাছ ধরে
মৃদু মৃদু পায়।
বালির ট্রলার সব
আসে আর যায়,
জলের তরঙ্গে মন
চৌদিকে হারায়।
আসিল সন্ধ্যা নামিয়া
তমসা ভুবন,
দেখে দেখে প্রকৃতিরে
ব্যাকুলিত মন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.