|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ ভ্যান ছিনতাইয়ের জন্য মাদ্রাসা ছাত্রকে হত্যা, চারজন গ্রেপ্তার-DBO-news
প্রকাশের তারিখঃ ৩০ জুন, ২০২৩
নওগাঁর বদলগাছীর চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র রাকিব হোসেন (১৫) মৃতদেহ উদ্ধারের ২দিন পর ঘটনার সাথে জরিত ৪জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- মহাদেবপুর উপজেলার মহাদেবপুর পূর্ব পাড়ার মোঃ লহির উদ্দিনের ছেলে আসমত আলী (২৪), চকগবিন্দ গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে ইমরান(৩২), ফাজিলপুর পুকুরপাড়া গ্রামের মৃত সফিজ উদ্দিনের ছেলে জুয়েল রানা(২৮), আতুরা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মনির(২৩) দুপুরে বদলগাছী থানায় প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল বলেন, নিহত সাকিব হোসেন (১৫) মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
সাকিব ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন। অটো চার্জার ছিনতাই করার উদ্দেশ্যে ঐ ছাত্রকে হত্যা করা হয়েছে বলেও জানান।আরও জানান, ভ্যানের ৪ টি ব্যাটারী, দুইটি মোবাইলসহ ৪ জন হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়।বদলগাছী থানায় প্রেস ব্রিফিং এর সময় উপস্তিত ছিলেন,বদলগাছী ও মহাদেবপুর এর অতিরিক্ত পুলিশ সুপার, জয়ব্রত পাল, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) মো রায়হান হোসেনসহ জেলা উপজেলার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.