|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লালমোহনে পূর্ব শত্রুতার জেরধরে মারপিট কুপিয়ে রক্তাক্ত জখম আহত ১-DBO-news
প্রকাশের তারিখঃ ২৭ জুন, ২০২৩
ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড মাওঃ মোস্তফা কামাল'র ছেলে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক মো. কামরুল হাসান নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রেখেছে একই এলাকার আজিজল নামের সন্ত্রাসী ও তার পরিবার
জানাযায়, সোমবার (২৬ জুন ) সন্ধ্যায় আজিজল হক মেম্বার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পরে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসা জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
আহত কামরুল হাসানের স্ত্রী তানিয়া বলেন, আমার স্বামীর পরিবারের সাথে পাশ্ববর্তী সাবেক মেম্বার আজিজলের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে আজ আমার স্বামী আমার শ্বশুরের জন্য ঔষধ কিনতে তাদের বাড়ি সামনে দিয়ে গেলে আজিজল ও তার মেয়ে, অন্তরা,সুইটি,মিতু,ও তার স্ত্রী মমতাজ মিলে আমার স্বামীকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং দুই পা ভেঙে দেয়। আজিজল অত্যাচারি জুলুমবাজ মামলাবাজ কোন বিচার ফয়সালা মানেনা। আমি এঘটনার ন্যায় বিচার দাবি করি।
এ ঘটনায় অভিযুক্ত আজিজল মেম্বার'কে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন,এঘটনায় আজিজল মেম্বার সহ ৫ জনকে বিবাদী করে মামলা দায়ের করা হয়েছে।আসামী ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.