|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পটুয়াখালী জেলার বাউফলের আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য সহ আটক ৭ চোর, ৪টি অটোরিক্সা উদ্ধার-DBO-news
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৩
পটুয়াখালীতে চারটি অটোরিক্সা সহ আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (২৬ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গত ২২ জুন পৌর শহরের কলাতলা এলাকায় বাইতুল ইমাম জামে মসজিদের সামনে থেকে নুরুজ্জামান খাঁ নামের এক ব্যক্তির অটোরিক্সা চুরি হয়। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাতে হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে আটক করে।
এদিকে তার স্বীকারোক্তি অনুযায়ী বাউফল উপজেলার গুশিংগা ও বগা ইউনিয়নের মোঃ শামীম, মোঃ লিমন মীর, মোঃ আলাল সিকদার, মোঃ হাসান সিকদার, মোঃ হারুন মৃধা ও ভবোরঞ্জন বৈরাগীকে আটক করে পুলিশ।
এসময় ভবোরঞ্জন বৈরাগীর গ্যারেজ থেকে একটি, হারুনের নিকট থেকে দুইটি এবং লাউকাঠি এলাকা থেকে একটিসহ মোট চারটি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়। আটককৃতরা অটোরিক্সা চুরি ও চোরাই অটোরিক্সা বিক্রির টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছিল।
এবিষয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করা হয়েছে। যাহার মামলা নং ২৮ তারিখ-২৬.০৬.২০২৩ইং। তাদের পটুয়াখালী আদালতে সোর্পদ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.