|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২৩
নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে।--
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার (২৩ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।---
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম।---
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোমরেজ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশিদুল ইসলাম, নওগাঁ জেলা পরিষদের সদস্য গোলাম নূরানী আলাল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।---
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মকিম উদ্দিন দেওয়ান।
২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ ২০২৩-২০২৪ চলতি মৌসুমে রোপা আমন ধানের উফসি ও হাইব্রিড এবং গ্রীষ্মকালীন জাতের পেঁয়াজ বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার ৩শ ৩৫ জন কৃষকের মাঝে ৫ কেজি করে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি, ২০ জন কৃষকের মাঝে ২ কেজি করে রোপা আমন হাইব্রিড জাতের ধান বীজ ও ৯০ জন কৃষকের মাঝে ১ কেজি করে গ্রীষ্মকালীন জাতের পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি, ২০ কেজি করে এমওপি, পলিথিন ১ রোল, সুতলী এক বান্ডিল, বালাইনাশক ১টি ও ২ হাজার ৯শ ৩২ টাকা ৫০ পয়সা করে বিতরণ করা হয়।
উজ্জ্বল কুমার সরকার ফোন০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ২৫/৬/২৩
নওগাঁ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.