|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ ১৪ কেজি গাঁজাসহ ছয় জন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৩
নওগাঁর আত্রাই উপজেলায় ১৪কেজি গাঁজাসহ ৬জনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার নওগাঁ মুহাম্মদ রাশিদুল হক প্রত্যক্ষ দিক নির্দেশনায় আত্রাই থানার এসআই মোঃ রাশেদ আলীর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই উপজেলার আত্রাই নতুন ব্রীজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে রাত ১১টার সময় নাটোর নলডাঙ্গার দিক থেকে একটি সবুজ রংয়ের সিএনজি থামিয়ে সিএনজিতে থাকা ১। মোঃ জসিম মিয়া (৪১), পিতা- মৃত আছমত আলী, ২। মোঃ সেলিম (২২), পিতা-মোঃ শাহ আলম, উভয় সাং-ভুঁইয়ারা, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, ৩। মোঃ সাদ্দাম হাওলাদার(১৯), পিতা-মোঃ ফুল মিয়া, সাং-গোপালপুর, থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জ, ৪। শ্রী কাজল চন্দ্র মোহন্ত(৩২), পিতা-শ্রী শ্যামল চন্দ্র মোহন্ত, ৫। শ্রী পলাশ চন্দ্র দেবনাথ (২৯), পিতা-মৃত রাজেন চন্দ্র দেবনাথ, উভয় সাং- সুলতানপুর, ৬। মোঃ বজলু রহমান(৩৯), পিতা-মৃত রইচ মন্ডল, সাং-পার নওগাঁ। সর্ব থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁদের দেহতল্লাশি করে ০৭টি প্যাকেট যার প্রতিটি প্যাকেটে ০২ কেজি করে সর্ব মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা যায় যে, উক্ত আসামীরা দেশের বিভিন্ন স্থান হতে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।--
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান বলেন, এ বিষয়ে আত্রাই থানার মামলা নং-২৩, তারিখ - ২৩/০৬/২০২৩, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন রুজু করা হয়। এসআই মোঃ চাঁদ আলী মামলা টি তদন্ত করবেন।
উজ্জ্বল কুমার সরকার
ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ২৩/৬/২৩
নওগাঁ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.