|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গৃহহীন ও ভূমিহিন মানুষদেরকে সরকার দুর্যোগ সহনীয় ঘর করে দিয়েছেন-ঢাকা বিভাগীয় কমিশনার-DBO-news
প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৩
ঢাকা জেলায় সকল গৃহহীন ও ভূমিহিন মানুষদেরকে খুজে বের করে সরকার দুর্যোগ সহনীয় ঘর করে দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। শনিবার দুপুরে সাভারের আমিনবাজার রাজ¯^ সার্কেলের ভূমি অফিস ও আমিনবাজার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ঢাকা বিভাগীয় কমিশনার এসময় আরও বলেন,বর্তমান সরকার সাভার ও আশুলিয়ার শ্রমিকদের বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দিচ্ছে এবার ঈদের আগেই সকল শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার জন্য কারখানার মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে শ্রমিকরা ছুটির পরেই প্রিয় জনের সাথে ঈদ করতে গ্রামে যেতে পারেন বলেও বলেন তিনি।
এসময় তিনি দুটি সরকারী দপ্তরের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় ঢাকা জেলা প্রশাসক এর অতিরিক্ত জেলা প্রশাসক শিবলি সাদিক,সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম,আমিনবাজার রাজ¯^ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আক্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.