|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
গরমে আরামদায়ক বার্ডস আইয়ের শার্ট
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৩
এবার ঈদ যেহেতু গরমে পাঞ্জাবির পাশাপাশি অনেকে চাহিদার জায়গা থাকবে আরামদায়ক কাপড়ের তৈরি হাফ হাতা শার্ট । কেননা এবার ঈদ গরমে ফ্যাশন হাউজ বার্ডস আই বরাবরই তাদের পোশাকে নতুনত্ব আনার চেষ্টা করে এবারও তার ব্যতিক্রম ঘটেনি পোশাকটি হওয়া চাই আরামদায়ক কাপড়ের তৈরি। এই ঈদে ফ্যাশন হাউজ বার্ডস আই গরমের কথা মাথায় রেখে তাদের শোরুমে নিয়ে এসেছে নান্দনিক সব ডিজাইনের নতুন নতুন ডিজাইনের শার্ট।
সেই সাথে ছেলেদের সব ধরনের পোশাক থাকছেই যেমন, টি শার্ট , পলো টি শার্ট, শার্ট, পাঞ্জাবি ইত্যাদি । চায়না, ইন্ডিয়া বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের পাঞ্জাবি, শার্ট , পলো টি শার্ট সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রেতা (BIRDS EYE)বার্ডস আই।
আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শোরুম। শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা। যোগাযোগ : বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন- ০১৯১৫০৬৮১৫৩,০১৯৭০৯৯৬৬৬২।
https://www.facebook.com/Birdseyefashionbd?mibextid=ZbWKwL
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.