|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কটিয়াদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৩
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৫০ পিস ইয়াবা সহ মোঃ খোকন মিয়া (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুন) বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের সরারচর রোডের লালী বাড়ি মোড় এলাকায় কটিয়াদী মডেল থানা পুলিশ মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে, মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ খোকন মিয়া কটিয়াদী উপজেলার পূর্ব চারিপাড়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানাযায় গত বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৫ টার দিকে কটিয়াদী মডেল থানার এসআই (নিরস্র) মোঃ দুলাল মিয়া এবং সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে, উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীর নিজ হাতে বের করে দেওয়া ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করে।
এ বিষয়ে পুলিশ সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ খোকন মিয়া উক্ত ঘটনা শিকার করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ছাড়াও অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কটিয়াদী উপজেলা ও আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.