|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সাভারে ফার্নেস অয়েল কারখানা ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর-DBO-news
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৩
সাভারে পরিবেশ দূষণ করে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির বেশ কয়েকটি কারখানা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
সকালে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা এলাকায় এসব কারখানায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
এলাকাবাসী জানায়,হিন্দু ভাকুর্তা এলাকায় ফসলি জমির পাশে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে বিভিন্ন গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির অবৈধ কারখানা গড়ে তোলেন। এসব কারখানার বিষাক্ত ধোয়া ও দুর্গন্ধে এলাকাবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন ও জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এ ছাড়া গাছপালা ও ফসলি জমি নষ্ট হয়ে জমিতে ফসল হচ্ছে না।
এর ফলে অনেক কৃষক বিপাকে পড়েছেন। পরে আজ সকালে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় কয়েকটি কারখানা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি দুটি কারখানার মালিককে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়। এলাকাবাসী শুধু এসব কারখানা ভেঙে দেওয়া নয় প্রশাসনের কাছে অবৈধ এসব কারখানার মালিকের নামে কঠোর আইন প্রয়োগের আহবান জানিয়েছেন। এদিকে অভিযানের খবর পেয়ে এসব কারখানার মালিকরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এছাড়াও এখনো ভাকুর্তার হারুরিয়া ও মোগড়াকান্দা এলাকায় এখনো টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি ও বনের গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা রয়েছে। স্থানীয়রা এসব অবৈধ কারখানাও ভেঙে দেওয়ার আহবান জানিয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.