|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ফরিদপুর কুমার নদ দূষণ রোধে সচেতনামূলক র্যালী ও পথসভা –DBO-news
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৩
ফরিদপুর কুমার নদের কচুরিপানা অসারন কর্মসূচি পর এবার কুমার নদ দুষণ রোধ এবং দখল মুক্তের সচেতনা মূলক র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯:৩০ টায় জেলা প্রশাসনের আয়োজনে,অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির এর সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ সময় বক্তব্য রাখেন ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ,ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস,।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ জনাব গোলাম মোস্তফা,ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, বণিক সমিতির সভাপতি মাসুদুল হক, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুর ইসলাম মোল্লা , সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, বেসরকারী প্রতিষ্ঠান এফডি এর নির্বাহীরপরিচালক মোঃ আজাহারুল ইসলাম, সহ সরকারী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,নদী দূষণ রোধে সবাই কে সচেতন হওয়ার আহ্বান জানান। ফরিদপুরের কুমার নদ রক্ষায় ফরিদপুর বাসিকে এগিয়ে আসার আহ্বান জানান, এছাড়াও নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে দেয়া ও অবৈধ দখল মুক্ত করতে সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগীতা কামনা করা সহ ও নদীতে ময়লা আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করা হয়।পথসভা শেষে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.