|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নীলফামারী ডিমলায় বৃক্ষ মেলার শুভ উদ্বোধন-DBO-news
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৩
নীলফামারীর ডিমলায় তিনদিন ব্যাপী কৃষি ও বৃক্ষ মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে ২০২২-২৩ অর্থ বছরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় গ উপজেলা চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিনদিন ব্যাপী এই কৃষি ও বৃক্ষ মেলার আয়োজন করে। বৈরী আবহাওয়ার কারণে একদিন বাড়িয়ে আগামী ২৫ জুন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীক
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে কৃষি মেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফায়জুল বারী'র সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমুখ। কৃষি ও বৃক্ষ মেলায় ২৫টি স্টল স্থান পেয়েছে। আলোচনা শেষে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল সদস্য বৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.