|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পূবাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে গুরুতর যখম ১,আটক ৩-DBO-news
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৩
গাজীপুর মহানগরের পুবাইল মেট্রোপলিটন থানা এলাকায় জমি সংক্রান্ত জেরে গুরুতর যখম হয়েছেন তেলিনগর গ্রাম আওয়ামীলীগ নেতা সহ আহত একাধিক। এই ঘটনায় ইতিমধ্যে গতকাল সোমবার তিনজনকে আটক করে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় ১৫ জুন সন্ধ্যায় ৪০ নং ওয়ার্ডের ইছালী এলাকার সিরাজ ঢালীর বাড়ির পাশ্বে পাকা রাস্তার উপর হামলাকারীরা এই ঘটনা ঘটায়। এতে মুক্তিযোদ্ধা ফরিদ ওরফে হরমুজ ও তার ছেলে কর্তৃক মিজানুর রহমান (৬৫)নামে গ্রাম আওয়ামী লীগ নেতা তার দুই পায়ে চাপাতির কোপ খেয়ে গুরুতর আঘাত পেয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্হানীয় সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা ফরিদ ওরফে হরমুজ ও তার পরিবার তেলীনগর এলাকায় অন্যেরজমি নিজ দখলে নিয়ে নানা ধরনের হয়রানি করে আসছেন দীর্ঘদিন ধরে।এমনি হয়রানির স্বীকার ঐ এলাকার আবদুল করিম ও রহিমার মত একাধিক পরিবার।জানা যায় ভূমিদস্যু ফরিদ ওরফে হরমুজ এর থেকে রেহাই পায়নি তার নিজ শ্বশুরও, নিজ হাতে খুন করেন তাকে। এবিষয়ে ভূক্তভোগীর ছেলে পারভেজ আহমেদ বাদী হয়ে পূবাইল থানায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
আসামিরা হলেন,১) রাকিব হোসেন (২৭) পিতা ফরিদ ওরফে হরমুজ ২)ফাহিম মিয়া (২০) পিতা বাবু মিয়া ৩) রুদ্র মিয়া (১৯) পিতা সোলেমান মিয়া ৪)ফরিদ ওরফে হরমুজ (৬০) পিতা মৃত সোবহান মুন্সী,সকলেই নগরীর ৪০ নং ওয়ার্ডের ইছালী তেলীনগর এলাকার বাসিন্দা। ঐ প্রভাবশালী ভূমিদস্যু হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আহতের পরিবার।
পূবাইল মেট্রো থানার ওসি মোহাম্মদ জাহিদুলইসলাম বলেন,এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছ। একজন পলাতক রয়েছেন। তিনজনের মধ্যে যদিও একজন মুক্তিযোদ্ধা রয়েছে তারপরও আইনের উর্ধ্বে কেউ নয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.