|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ জিম্মি দশা থেকে মুক্তি পেতে একাই আন্দোলনে নেমেছে পলাশ –DBO-news
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৩
নওগাঁ জেলার ধামুর হাট উপজেলার পলাশ, আমার দলিল আমিই লিখতে চাই" এমন দাবি নিয়ে দলিল লেখক সমিতির জিম্মি দশা থেকে মুক্তি পেতে একাই আন্দোলনে নেমেছেন নওগাঁর ধামইরহাটের পলাশ।
নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে তার এই ছবিটি। তার দাবি যৌক্তিক মনে করে অনেকেই তাকে সমর্থন দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিচ্ছে নেটিজেনরা।
দেশেজুড়েই অনেক মানুষ ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা ও দলিল লেখকদের দুর্নীতির শিকারের অভিযোগ শোনা যায় ।
এই সমস্যার দ্রুত সমাধান হওয়া উচিৎ।
জমির নাম জারি বা খারিজ / খাজনা / রেজিষ্ট্রেশন করতে সরকারি নির্ধারিত ফি কোন এলাকা / মৌজার জন্য কত, স্ট্যাম্প ফি, লিখনি ফি আর যত আনুষঙ্গিক খরচ আছে এসব উল্লেখ করে সাব রেজিস্ট্রী অফিস/ ভূমি অফিসে তালিকা টানিয়ে দেওয়া দরকার যাতে মানুষ সহজে বুঝতে পারে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.