|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সিলেট বিভাগে ১ম স্থান অর্জন উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জের –DBO-news
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৩
৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে গত ১৭জুন পুরোদিন ব্যাপী সিলেট বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয় মোহাম্মদ আলী জিমনেসিয়াম, জেলা স্টেডিয়াম,সিলেট প্রাঙ্গনে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন সিলেট বিভাগের সম্মানিত সিলেট বিভাগীয় কমিশনার জনাব ড.মুহাম্মদ মোশাররফ হোসেন মহোদয়। অতিরিক্ত বিভাগীয় কমিশন জনাব দেবজিৎ সিংহ মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ মুজিবর রহমান, জেলা প্রশাসক সিলেট।
অতিথিদের স্টলে ভিজিটকালে : উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের, প্রতিষ্ঠাতা - পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদার - (তরুণ বিজ্ঞানী) উপস্থিত থাকতে ক্লাবের গবেষণা ও প্রোটোটাইপ উদ্ভাবনগুলো বিস্তারিতভাবে বিভাগীয় পর্যায়ে উপস্থাপন করেন।
বিভাগীয় পর্যায়ে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোশাররফ হোসেন বিভাগীয় কমিশনার,সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মুজিবর রহমান, জেলা প্রশাসক, সিলেট। এতে সভাপতিত্ব করেন জনাব দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) সহ বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, ও সম্মানিত ব্যাক্তিবর্গ। উক্ত বিজ্ঞান মেলায় উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের পরিচালক জনাব মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, আমরা আমাদের গবেষণা ও আবিষ্কার জেলার ও দেশের সর্ববৃহৎ পরিকল্পনা স্মার্ট ডিস্ট্রিক্ট ও স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই তারই ধারাবাহিকভাবে একযুগ ধরে জেলায় ইনোভেশন কালচার তৈরিতে কাজ করছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জ এবং প্রতিবছরই জেলা, উপজেলা,বিভাগসহ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করে প্রথম স্থান অর্জন করছে। তারই ধারাবাহিক এবার বিভাগীয় পর্যায়ের আবারও প্রথম স্থান অর্জন।
জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান মহোদয় বিভাগীয় পর্যায়ের প্রথম স্থান অর্জন করায় উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.