|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লালমোহনে গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপণ কর্মসূচি-DBO-news
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৩
গ্রামীণ জনগণকে বৃক্ষ রোপণে উৎসাহিত করার জন্য গ্রামীণ ব্যাংক দেশব্যাপী বৃক্ষ রোপণ সপ্তাহ ও বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচির আয়োজন করে।
চলতি বছর গ্রামীণ ব্যাংকের ২০ কোটি চারা লাগানোর অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক ও সবুজ বনায়নের জন্য ভোলা যোনের লালমোহন এরিয়াতে বিভিন্ন শাখায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় (১৯ জুন) সোমবার সকালে লর্ডহার্ডিঞ্জ লালমোহন শাখায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গ্রামীণ ব্যাংক ২৫নং সপ্তাহকে গাছের চারা লাগানোর বিশেষ সপ্তাহ ও ২০ জুনকে গাছের চারা লাগানোর বিশেষ দিন বা বৃক্ষ রোপণ দিবস হিসেবে ঘোষণা করেছে। বৃক্ষ রোপণ সপ্তাহ সফল করার জন্য গ্রামীণ ব্যাংকের প্রতিটি যোন, এরিয়া ও শাখাতে নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংক ভোলা যোনের যোনাল ম্যানেজার এস,জি, এম ফারুক বলেন, সবুজ বনায়নে কাজ করছে গ্রামীণ ব্যাংক। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের উদ্যোগে ২০২৩ সালে সারাদেশে ২০ কোটি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সদস্যদের মাঝে চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ভোলা জেলায় ৫০ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে। এরমধ্যে লালমোহন এরিয়াতে ৬ লক্ষ বৃক্ষের চারা বিতরণ করা হবে।
এসময় লালমোহন এরিয়ার এরিয়া ম্যানেজার এস,এম, কবির হোসন, লর্ডহার্ডিঞ্জ লালমোহন শাখার ম্যানেজার কালী দাস পাইন,সেকেন্ড ম্যানেজার মাসুদ রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর আগে গত ১১ জুন কালমা লালমোহন, শম্ভুপুর তজুমদ্দিন, ১২ জুন রমাগঞ্জ লালমোহন, ১৩ জুন চরভুতা লালমোহন, ধলীগৌর নগর লালমোহন, ১৪ জুন লালমোহন ও ফরাজগঞ্জ লালমোহন, ১৫ জুন বদরপুর লালমোহন ও দেউলা বোরহানউদ্দিন। ১৮ জুন পশ্চিম চরউমেদ লালমোহন ও ওসমানগঞ্জ চরফ্যাশন শাখায় গাছের চারা বিতরণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.