|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছেংগারচর পৌরনির্বাচনে ১ মেয়র ও ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল, আপীল ২০-২২ জুনের মধ্যে
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৩
মোঃ আতাউর রহমান সরকার ( মতলব উত্তর প্রতিনিধি):
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মনোনয়ন বাছাইয়ে এক মেয়র, ও এগারো কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। সোমবার মনোনয়ন বাছাইয়ের পর বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এ ঘোষণা দেন। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়।
সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে সবুজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডে খোকন মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হাসান ও শাহজালাল মুফতি , ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান বেপারী ও আব্দুল লতিফ, ৬ নম্বর ওয়ার্ডে বিল্লাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল মতিন ও জসিম উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডে জামান সরকার ও শাহজাহান মোল্লার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, যাঁদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে তাঁরা ২০ থেকে ২২ জুনের মধ্যে আপিল করতে পারবেন এবং ২৪ জুনের মধ্যে আপিলের নিষ্পত্তি করা হবে।
কাউন্সিলর প্রার্থী আ:লতিফ মিয়াজী বলেন, প্রাথমিকভাবে বাতিল করা হলেও যেহেতু আপিলের সুযোগ আছে, এ জন্য আমি নিয়ম মেনে অবশ্যই আপিল করব।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.