|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত –DBO-news
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডেমরা থানার ৬৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক লিংকন (২২) নিহত হয়েছেন। রোববার (১৮ জুন) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লিংকন ডেমরা মালা মার্কেট এলাকার মৃত আব্দুল সত্তরের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, থানার দিক থেকে একটা মোটরসাইকেল ডেমরা যাওয়ার পথে থানামুখী একটি পিকআপ (ঢাকা মেট্রো ট ১৩-৩২১৫) চাপা দিলে ঘটনাস্থলে লিংকন নামের এক মোটরসাইকেল আরোহী মৃত্যুবরন করেন। পরে স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করেন।
রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান বলেন, চনপাড়া থেকে ডেমরা যাওয়ার পথে চনপাড়া মোড়ে একটি পিকআপ ভ্যান চাপা দিলে মোটরসাইকেল আরোহী লিংকন নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ ভ্যান চালক আটক করা যায়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.