|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় বজ্রপাতে ৪ জনের মৃত্যু-DBO-news
প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৩
নওগাঁর পত্নীতলা উপজেলা ও পোরশায় উপজেলার মাঠে কাজ করার সময় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেলে দুটি পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, মহারন্দী গ্রামের ছয়ফুদ্দিন মণ্ডলের ছেলে মাসুদ রানা, ফতেপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোতাহার হোসেন ও আব্দুস সামাদের ছেলে খাদেমুল ইসলাম। সোহাগদি গ্রামের আজিজুল হক।
পুলিশ জানায়, নওগাঁর বেশ কয়েকটি উপজেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত শুরু হয়। এতে পত্নীতলা উপজেলার মহারন্দী ও পার্শ্ববর্তী ফতেপুর গ্রামে ফসলের মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে নিহত হয় তিনজন কৃষক। এদিকে একই সময় জেলার সোহাগদি গ্রামে মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে আজিজুল হক নামে আরও এক কৃষকের মৃত্যু হয়।ঘটনার পর নিহতদের পরিবারে সহানুভূতি জানাতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়েছিলেন
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.