|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আমিরাতে সার্ক সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা-DBO-News
প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতে সার্ক সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল দুবাইয়ের একটি হোটেলে সার্ক সাংবাদিক ফোরাম ইউএই চ্যাপ্টারের এই কমিটি গঠন করা হয়েছে।
এসজেএফ বিভিন্ন দেশের মতো আমিরাতে নতুন অধ্যায়ের সূচনা করা হয়েছে। এতে প্রবাসে কর্মরত সার্ক অঞ্চলের সাংবাদিকদের জড়িত ও সংগঠিত করে দেশ ও সমাজের উন্নয়নে পাশে থেকে কাজ করে যাবে। এদিকে সার্ক দেশগুলো ছাড়াও সারাবিশ্বে সার্ক সাংবাদিক ফোরামের কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে নেপালভিত্তক আন্তর্জাতিক এই সংস্থা।
দৈনিক বাংলার অধিকার এর সবার আগে সর্বশেষ সংবাদ দেখতে ক্লিক করুন:www.dainikbanglarodhikar.com
এসজেএফ ইউএই চ্যাপ্টারের আহ্বায়ক মনোনীত হয়েছেন মাই টিভির প্রতিনিধি সামসুর রহমান সোহেল। একইভাবে জেএ টিভির আমিরাত প্রতিনিধির সহ-আহ্বায়ক মনোনীত হয়েছেন ফখরুদ্দিন মুন্না, সাগর চন্দ্র স্বপন, দৈনিক বাংলার অধিকার এবং মামুন মাহিন, নিউজ ২৪।
আরটিভির আমিরাত প্রতিনিধি শাফায়াত উল্লাহ সম্পাদক মনোনীত হয়েছেন এবং সাগর দেব- দৈনিক আমার সময়, ওমর ফারুক হৃদয়- বার্তমান প্রতিদিন, ইরফানুল ইসলাম- বাংলা ট্রিবিউন এবং সাগর দেওয়ান- দৈনিক সংবাদ মোহনাকে এসজেএফ ইউএই চ্যাপ্টারের সদস্য মনোনীত করা হয়েছে।
এসজেএফ সভাপতি রাজু লামা ও মহাসচিব আবদুর রহমান এসজেএফ ইউএই চ্যাপ্টারের নবগঠিত অধ্যায়ের নেতাদের অভিনন্দন জানান এবং সফল মেয়াদের জন্য শুভেচ্ছা জানান।
এসজেএফের মহাসচিব মোঃ আব্দুর রহমান বলেন, খুব শীঘ্রই ইংল্যান্ড, ইউরোপ, জাপানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিভিন্ন অধ্যায় এসজেএফ ঘোষণা করবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.