|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সাভারে ১৪ দলের জনসভা ১৬ জুন-DBO-news
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২৩
সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ১৬ জুন ঢাকার সাভারে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে এক প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ।
সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ১৬ জুন হেমায়েতপুরে ১৪ দলের জনসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রায় এক লাখ লোকের এই জনসভা সফল করার লক্ষ্যে নানা দিক নির্দেশনা দেয়া হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.