|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শাহে আলম মডেল কলেজে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন –DBO-news
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২৩
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) কৃষি শিক্ষা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ মুঈনুদ্দীন হাওলাদার। এ সময় তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও আমরা ২১ টি বিভাগের পক্ষ থেকে প্রায় ১০০০ ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করবো।
তিনি আরো বলেন বৈশ্বিক উঞ্চায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যক্তি, কমিউনিটি, প্রতিষ্ঠান এর পক্ষ থেকে বৃক্ষ রোপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তার পক্ষে তাগিদ উচিত।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল হান্নান, মোঃ সাদিদ, আবুল কাশেম, খালেদ সাইফুল্লাহ, ইমাম উদ্দিন গোপিনাথ দাসসহ বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.