|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাউফলে গোয়ালঘরে আগুন –DBO-news
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২৩
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নের চন্দন বাড়িয়া গ্রামের মোঃ চুন্নু মিয়ার গোয়ালঘরে আগুন দিয়ে ৬টি গরু পুড়িয়ে মেরেছে দুবর্ৃত্তরা । গরুগুলোর বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।১৪.০৬.২৩ইং তারিখ রোজ বুধবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনা ঘটেছে।
গরুর মালিক চুন্নু মিয়া জানান, তার গোয়লঘরে মোট ৮ টি গরু ছিল। প্রতিদিনেরমত তিনি গরুগুলোকে খড়কুটা দিয়ে ঘরে ঘুমাতে জান। রাত আড়াইটার দিকে তার চাচাতো ভাই ওহাব মুন্সী(৫০) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে নামলে তিনি গোয়ালেঘরে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। ততক্ষণে গোয়ালঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। আগুনের তীব্রতায় ২টি গরু রশি ছিড়ে গোয়ালঘর থেকে বেড়িয়ে গেলেও দুইটি বলদ, দুইটি গাভীন গরু ও দুইটি বাচ্চা গরু আগুনে পুড়ে মারা যায়। গরুগুলোর মূল্য প্রায় ৬ লাখ টাকা। তিনি আরও জানান, এসময় ঘোয়াল ঘরের পাশে থাকা হাঁস ও মুরগির ঘরটি আগুনে পুড়ে যায়। এতে ৪০-৫০ টি হাঁস মুরগি দগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় তিনি কাউকে সন্দেহ করছেননা।
এ ব্যাপারে বগা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। বোবা প্রানীর সাথে কেউ এ রকম শত্রুতা করে ?’
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।’
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.