|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সংযুক্ত আরব আমিরাতে আগামী বৃহস্পতিবার থেকে মধ্যাহ্ন বিরতি DBO-News
প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২৩
সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুন) থেকে মধ্যাহ্ন বিরতি শুরু হবে। দেশটির শ্রম নীতির অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করেছে মানব সম্পদ মন্ত্রণালয়।
মানব সম্পদ মন্ত্রী নাসের বিন থালি আল হামলি এক ঘোষণা পত্রে বলেন, প্রতি বছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিগত ১৭ বছর থেকে মধ্যাহ্ন বিরতি চলে আসছে।
মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাস দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে।
তবে এই আইন প্রতিবছরের চেয়ে এবছর কঠিন আকারে করা হয়েছে। এক তথ্যে জানানো হয়েছে এ আইন অমান্যকারী কোম্পানিকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো শাস্তি দেওয়া হবে। পাশাপাশি শ্রমিকের বেলায় ৫ হাজার দিরহাম জরিমানার আইন রাখা হয়েছে।
প্রতি দিন ৮ ঘন্টা ডিউটি করার কথা বলা হয়েছে, তবে কোন ইমারজেন্সি হলে ৮ ঘন্টার বেশি ওভারটাইম দিতে হবে বলে জানানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.