|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গাজীপুর ছোটকয়ের গ্রামে মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন-DBO-news
প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২৩
গাজীপুর সদর থানাধীন ৮ নং ওয়ার্ডের ছোটকয়ের গ্রামের ৯ জন কে আসামি করে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে বাদ পড়েননি বর্তমান ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মাসুম মোল্লাও। মাহমুদ এ কাদের নামে এক ব্যক্তির দায়েরকৃত মিথ্যা মামলার বিরুদ্ধে এ প্রতিবাদ ও মানববন্ধ। প্রসঙ্গত মাহমুদ এ কাদের এর ধারণা ক্রয়কৃত বাড়ির পাশে ছোট কয়ের হিন্দু সম্প্রদায় শ্মশান করবে তাই এই মামলা ও মানববন্ধন।
বুধবার ১৪ জুন বিকেলে ৮ নং ওয়ার্ডের ছোটকয়ের গ্রামের পশ্চিম পাড়া শ্রী শ্রী লক্ষ্মী মন্দির প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাজীপুর সদর বড় কয়ের ৯ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুম মোল্লা সদস্য ৮ নং ওয়ার্ড বাড়িয়া ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিল্লুর রহমান সদস্য পূবাইল উচ্চ বিদ্যালয়।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন শুভঙ্কর দাস কার্যকরী সভাপতি শ্রী শ্রী লক্ষ্মীমন্দির ছোটকয়ের,পবিত্র দাস সাধারণ সম্পাদক শ্রী শ্রী লক্ষ্মীন্দির ছোটকয়ের, যতীন্দ্র দাস কোষাধ্যক্ষ শ্রী শ্রী লক্ষ্মী মন্দির ছোট কয়ের, সহ কোষাধ্যক্ষ শ্রী শ্রী লক্ষ্মী মন্দির বিজয় দাস সহ-সভাপতি শ্রী শ্রী লক্ষ্মীন্দির ছোটকয়ের, নিপেন্দ্র চন্দ্র দাস, জয় চন্দ্র দাসসহ আরো অনেকে মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা জানান, মাহমুদ এ কাদের একজন ভন্ড প্রতারক তাকে আমরা এখনো ভালো করে চিনি না তিনি আমাদের গ্রামে জমি ক্রয় করে মাঝে মাঝে এখানে বসবাস করেন। কিন্তু কি অপরাধে সে আমাদের নয়জনকে জড়িয়ে মিথ্যা বানোয়াট মামলা দিলেন এর বিচার আমাদের গাজীপুর-৫ সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি আপার মাধ্যমে ন্যায় সংগত বিচার চাই। তারে মিথ্যা মামলার জন্য যে কোন উপায়ে আমরা সকল হিন্দু সম্প্রদায় মিলে এর প্রতিহত করব।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.