|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশে ১৩ ই জুন কবুতর দিবস পালনের দাবিতে কবুতর প্রেমীদের র্যালি
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৩
বিশেষ প্রতিনিধি (মো:আতাউর রহমান সরকার)
বাংলাদেশে জাতীয়ভাবে ১৩ জুন কবুতর দিবস পালনের দাবিতে র্যালি করেছে কবুতর প্রেমী একটি সংগঠন।
"সুখ চাই,শান্তি চাই,ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই" এই পতিপাদ্যকে লালন করে আজ মঙ্গলবার (১৩ জুন) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে র্যালি অনুষ্ঠিত হয়। তার আগে বেশকিছু খাঁচায় থাকা কবুতর উন্মুক্ত করে দেয় সংগঠনের সদস্যরা। এছাড়া সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে এ দিবসটি পালন করা হয়।
এ সময় তারা বলেন, ১৩ জুন সারা পৃথিবীতে কবুতর দিবস পালন করা হলেও বাংলাদেশে এখন দিবসটি জাতীয়ভাবে পালন করা হচ্ছে না। সংগঠনের ব্যানারে প্রতি বছর এ দিন র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করার কথাও জানান তারা। উক্ত র্যালির আহবায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনর এর উপ হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আলী মনসুর শাহিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী একজন কবুতর প্রেমী তিনি ও কবুতর পালন করেন দিনটা ইচ্ছে করলে জাতীয় ভাবে ১৩ জুন কবুতর দিবস পালনের সিদ্ধান্ত নিতে পারেন।
তারা বলেন, কবুতর শান্তির প্রতীক। এ জন্য এই পাখিটিকে জাতীয়ভাবে মর্যাদা দেয়া উচিত সরকারের।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.