|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৭৪ কেন্দ্রে নৌকা প্রতিক প্রার্থী তালুকদার আব্দুল খালেক এগিয়ে – -DBO-news
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২৩
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ
শেষে এখন চলছে ফল ঘোষনা।১২ জুন সোমবার
বিকাল থেকে খুলনাজেলা শিল্প কলা একাডেমির
হলরুমে এই এই নির্বাচনের ফল ঘোষণা করছেন
রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন।
এখন পযন্ত নির্বাচনে বেসরকারিভাবে ২৭৪ কেন্দের
ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে এগিয়ে আছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি পেয়েছেন১,৪৪,৭৮৯ ভোট ভোট।তার নিকটতম প্রতিদ্বন্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকের মোঃআব্দুল আউলাল পেয়েছেন ৫৫,৫২২ ভোট।
এই সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের আব্দুল আউয়াল, জাকের পার্টির গোলাপফুল প্রতীকের এস এম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকের এসএম শফিকুর রহমান মুশফিক। এর আগে সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.