|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে স্বর্ণ দোকান ডাকাতির প্রতিবাদে বাজুস’র দিনব্যাপী ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচী পালন –DBO-news
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৩
লক্ষ্মীপুরে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা প্রতিবাদে দোকান বন্ধ রেখে দিনব্যাপী অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচী
পালন করেছে জেলা জুয়েলারী সমিতি। বাজুস লক্ষ্মীপুর জেলা শাখার আহবানে সোমবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার সকল স্বর্ণ দোকান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করে স্বর্ণ ব্যবসায়ীরা। পরে বিকাল ৪টায় বৃষ্টির মধ্যে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে বয়বসায়ীরা। এসময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা বাজুস সভাপতি হরিহর পাল, সাধারণ সম্পাদক প্রদীপ কুরী, বণিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, চেম্বার অব কমার্সের সংকর মজুমদার প্রমুখ।
জেলাব্যাপী প্রায় ৫ শতাধিক স্বর্ন ব্যবসায়ী এ কর্মসূচি পালন করে।
বক্তারা বলেন, লক্ষ্মীপুরে ইতিহাসে দিনে দুপুরে এধরনের ডাকাতির ঘটনা জেলার সকল ব্যবসায়ীকে আতঙ্কিত করেছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে ডাকাতদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান ব্যবসায়ীরা। অন্যথায় আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.