|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের মধুপুরে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে-DBO-news
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৩
টাঙ্গাইলের মধুপুরের ফুলবাগচালা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্তরে বিনা মুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের সহযোগিতায় ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যাবস্হাপনায় গতকাল মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মনিজ্জামান শহীদ। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ অনেক নেতৃবুন্দ উপস্থিত ছিলেন। চক্ষু শিবিরে বিনা মূল্যে সানী অপারেশনের জন্য ১৫ জন রোগীকে জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে পাঠানো হয় এবং ৫৫ টি চশমা বিনা মূল্যে রোগীদের মাঝে বিতরণ করা হয় । চক্ষু শিবিরের সার্বিক সহযোগিতা করেন আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের নেতৃবৃন্দ। চিকিৎসা ব্যস্থাপনায় ছিলেন ইস্পাহানী ইসলামিয়া ইন্সটিটিউট ও হাসপাতাল জামালপুর। সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত এ চক্ষু শিবেরের কার্যক্রম চলমান থাকে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.