|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বারৈয়াঢালা জাতীয় উদ্যানের বণ্যপ্রাণী সংরক্ষণ ও পর্যটন বিকাশে মতবিনিময় সভা-DBO-news
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২৩
চট্টগ্রামের বারৈয়াঢালা জাতীয় উদ্যানের বণ্যপ্রাণীসহ জীব বৈচিত্র্য সংরক্ষণ, মীরসরাই-সীতাকুন্ডের পর্যটন শিল্প বিকাশ ও বিপন্ন প্রজাতির সাইকাস (জামসত্তর) উদ্ভিদ রক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) সকাল ১১টায় বারৈয়াঢালা রেঞ্জ অফিসের মিলনায়তনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অবসরপ্রাপ্ত বিভাগীয় বন সংরক্ষক শেখ নূর বখতিয়ার সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন, সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ওবায়দুল করিম, বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা একেএম আলতাফ হোসেন, মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ্ নওশাদ, সীতাকুন্ডের ২নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিন, মীরসরাইয়ের ১২নং খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, বারৈয়াঢালা সহ ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি মো. সরওয়ার উদ্দিন, বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বারৈয়াঢালা জাতীয় উদ্যানের বিলুপ্তপ্রায় বণ্যপ্রাণীসহ জীব বৈচিত্র্য সংরক্ষণ, বিপন্ন প্রজাতির সাইকাস (জামসত্তর) উদ্ভিদ ও প্রাকৃতিক ভাবে পানি সংরক্ষণ এবং খৈয়াছরা, নাপিত্তা ছড়া, সহস্রধারা ঝর্ণাসহ মীরসরাই-সীতাকুন্ডে পরিবেশ বান্ধব পর্যটন সৃষ্টির লক্ষ্যে নতুন একটি প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। বণ্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামতের ভিত্তিতে বণ্যপ্রাণী, সাইকাস উদ্ভিদ সংরক্ষণ এবং পর্যটন কেন্দ্রগুলোকে নিরাপদ ও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.