|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাউফলে মায়ের লাশ দাফনে ছেলেদের বাঁধা-DBO-news
প্রকাশের তারিখঃ ৯ জুন, ২০২৩
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মায়ের লাশ ছেলেদের বাঁধার মুখে দাফন বন্ধ।
০৯.০৬.২৩ইং তারিখ রোজ শুক্রবার উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের ৪নম্বর ওয়ার্ডের কাদের মোল্লা বাড়ি এ ঘটনা ঘটে।
রাত সোয়া আটটা বাজলেও এখনও কোন সূরাহ হয়নি মরদেহের দাফন।
মেয়ে নাাছিমা বেগম বলেন, তার মা রুশিয়া বেগম (৬৫) আজ শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান। মা দীর্ঘদিন পর্যন্ত ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মায়ের চিকিৎসা তারা বোনেরা করেছেন। ভাইয়েরা চিকিৎসার কোন খরচ দেন নাই। মায়ের মৃত্যুর পর নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। মাকে এখন পর্যন্ত গোছল ও দাফনের ব্যবস্থা করা হয়নি। আমরা মাকে দাফনের কথা বললে আমার ভাই সুমন ও সায়েম বলে দাফনের আগে জায়গা জমির ভাগ হবে তারপর লাশ দাফন করা হব। এর আগে কোন দাফন করা হবে না।
মৃত রুশিয়া বেগম ওই গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী।
এনিয়ে ভাই বোনদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায় ভাই সুমন ও সায়েম বোন নাছিমাকে চেয়ার দিয়ে পিটিয়ে মারধর করে আহত করে। কোন উপায় না পেয়ে নাছিমা বেগম থানায় আসেন যাতে তার মায়ের লাশ দাফন করা হয়।
এবিষয়ে এলাকাবাসী বলেন, নাছিমা বেগম হলো দ্বিতীয় ঘরের মেয়ে। সুমন ও সায়েম তাদের সৎ ভাই। তাদের বাবা ১০বছর হয় মারা গেছেন। জায়গা জমি বুঝে নিতে মূলত লাশ ছেলেরা দাফন করতে দিচ্ছেনা।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিচুল হক বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফনের কোন ব্যবস্থা নেওয়া হয়নি ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.