|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুমকীতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি-DBO-news
প্রকাশের তারিখঃ ৯ জুন, ২০২৩
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে অজ্ঞান করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
এতে তাঁর ছোট ভাই ও উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার ও তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন উদ্ধার করে পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য জসিম উদ্দিন হাওলাদারকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে।
০৮.০৬.২৩ইং তারিখ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত ১টা- দেড়টার দিকে একদল দুর্বৃত্ত ঘরের খোলা জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে মোঃ জসীম উদ্দিন হাওলাদার ও তার স্ত্রীকে অজ্ঞান করে ফেলেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ অর্থ, স্বর্নালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে মোঃ জসিম উদ্দিন হাওলাদারের ভাই সাইফুল ইসলাম ওরফে আসলাম হাওলাদার জানান, আমার ভাই বাবলু হাওলাদার আমাকে ঘুম থেকে ডাকেন। গিয়ে দেখি ঘরের দরজা ভাঙা, ভেতরে ঢুকে দেখি তালা ভেঙে নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। আমার চাচা ও চাচীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। তিনি আরও বলেন, চেয়ারম্যানের (মোস্তফা চেয়ারম্যান) বাসার লোকজন ঢাকায় গেছেন। তাদের বাসারও তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্নলংকার নিয়ে গেছে ওই দুর্বৃত্তের দল।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার জানান, রাতেই চুরির খবর শোনামাত্র সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এস আই শাহিন গিয়েছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করে নি। তারা চিকিৎসাধীন আছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.