|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আওয়ামীলীগের সভাপতিকে কুটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সাংবাদ সম্মেলন-DBO-news
প্রকাশের তারিখঃ ৯ জুন, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া কর্তৃক নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম (অব:)কে নিয়ে কুটুক্তি ও মিথ্যাচার করার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার(৮ জুন)বিকাল ৫ টায় নান্দাইল বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রেণু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাঈম ভূইয়া ফারুক প্রমূখ।
পরবর্তীতে রাত আটটার দিকে একই বিষয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বিস্তারিত তোলে ধরেন। তিনি বলেন গত বুধবার বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি সংবাদ মাধ্যমে নৌকা মনোনয়ন নিয়ে নির্বাচিত মেয়র রফিক উদ্দিন ভূইয়া নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আঃ সালামকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করেছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,, সেই সাথে পৌর মেয়রকে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্ববান করছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম রেণু বলেন, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বাইরে বর্তমান সাংসদ বিভিন্ন ইউনিয়নে দলীয় পরিচয়ে যে সব কর্মকান্ড করছেন তা অগ্রহণযোগ্য অতি বাড়াবাড়ি এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে ।
নাজিমুল্লাহ লিটন বলেন, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ডিবিসি সংবাদ মাধ্যমে বলেছেন, সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে দলের সকলেই তাদের সাথে আছেন এ কথার কোন ভিত্তি নেই। তারা মূল আওয়ামী লীগের বাইরে বিএনপি থেকে বহিরাগত ব্যাক্তিদের নিয়ে আওয়ামী লীগের নামে কার্যক্রম করছে যা নিন্দনীয় । আমরা এ বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি।
আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান বলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে পৌর মেয়র কর্তৃক এমন কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টি আমরা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বরাবর লিখিত আকারে পাঠাবো।
সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.