|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মীরসরাইয়ে কমিউনিটি পুলিশং এর ওপেন হাউস ডে পালিত-DBO-news
প্রকাশের তারিখঃ ৮ জুন, ২০২৩
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই স্লোগান সামনে রেখে মহাসড়কে দুর্ঘটনা হ্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই এবং অজ্ঞান/ মলম পার্টি দৌরাত্ব প্রতিরোধ সহ অন্যান্য অপরাধ রোধকল্পে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে কমিউনিটি পুলিশং এর ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৮ জুন) সকাল সাড়ে ১০টা থানার হলরুমে এই ওপেন হাউস ডে পালিত হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকারের সভাপতিত্বে অতিথিরা এসময় কমিউনিটি পুলিশিং ডে-এর বিভিন্ন বিষয় সম্পর্কে নির্দেশনা ও সচেতনতামূলক বক্তব্য দেন।
এই সময় থানার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি সাংবাদিক উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে এর আলোচনায়, বক্তারা সড়ক দুর্ঘটনা রোধ কল্পে বিভিন্ন দিক তুলে ধরেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.