|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুর জেলা বিএনপির কর্মসূচি ও স্মারক লিপি প্রদান -DBO-news
প্রকাশের তারিখঃ ৮ জুন, ২০২৩
ফরিদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে সারা দেশে অহসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কর্মসূচী ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরস্থ কাঠপট্রিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংগঠনেন আহ্বায়ক এ্যাড. সৈয়দ মোদার্রেস আলী ইছার সভাপতিত্বে এক অবস্থান কর্মসূচি এবং পরবর্তীতে ফরিদপুর ওজোপাডিকো -০১ এর এক্সেন বরাবর স্মারক লিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন,মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন,কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন সহ জেলা যুবদল ছাত্রদল সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে আগত নেতৃবৃন্দ সরকারের কঠোর সমালোচনা করে বলেন-
এই সরকার দেশ পরিচালনা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে তারই বহিঃপ্রকাশ বিদ্যুৎ খাতের বর্তমান লোডশেডিং। কোন গ্রাহক তো বিদ্যুতের বিল বকেয়া রাখেনি তাহলে বিদ্যুৎ খাতের জ্বালানি খাতে এত টাকা বকেয়া থাকবে কেন সেটা জাতি জানতে চায়। তাদের কারণে শুধু বিদ্যুৎ খাতই নয় প্রত্যেকটা সেক্টরই খুবই নাজুক অবস্থানে রয়েছে। অচিরেই এ সকল ব্যার্থতার দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে দাড়াতে হবে তাহলে বিএনপি বাংলার জনগণকে সাথে নিয়ে এই স্বৈরাচারী আওয়ামী সরকারকে বাংলার মাটি থেকে উৎখাত করবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.