|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা-DBO-news
প্রকাশের তারিখঃ ৮ জুন, ২০২৩
ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যান ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছ।
আজ বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম,এর সভাপতিত্বে উক্ত সভায় জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যদার পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন,এ সময় পুলিশ সুপার উপস্থিত সকল পুলিশ সদস্যের প্রতি দিক নির্দেশনা দিয়ে বলেন,সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক হিসাবে পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবেন।বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করবেন। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান।
এরপরে মাসিক কল্যান সভা শেষে অপরাধ সভায়,ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
উক্ত সভায় সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত গ্রেফতার ও হত্যা মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, মোহাম্মাদ ইমদাদ হুসাইন,(প্রশাসন ও অর্থ,)অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,সুমন রঞ্জন সরকার।অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, মোঃ হেলালউদ্দিন ভুইয়া।
সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল,সুমন কর।সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল,
মোঃ আসাদুজ্জামান শাকিল।সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.