|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরের মতলব উত্তরে বৃষ্টি কামনায় বিশেষ নামাজ আদায়
প্রকাশের তারিখঃ ৭ জুন, ২০২৩
মোঃ আতাউর রহমান সরকার ( মতলব উত্তর প্রতিনিধি) :
প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। কাঠফাঁটা রোদে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর,খালবিল শুকিয়ে মাঠ ঘাট চৌচির। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ।
তাই বৃষ্টির আশায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর ভবনের সামনে ছেংগারচর সরকারি মডেল হাইস্কুল মাঠে ইত্তেহাদুল ওলামা মতলব উত্তর এর উদ্যোগে বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তেস্কার নামাজ আদায় করা হয়।
বুধবার (৭ জুন) সকাল দশটায় খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে এলাকার প্রায় ৫-৭ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।
নামাজ শেষে খুতবা সহ অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ বিষয়ে ইমাম বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.