|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
বর্তমানের গুণ-DBO-news
প্রকাশের তারিখঃ ৭ জুন, ২০২৩
কি দুনিয়ায় জন্ম নিলাম
ভাবতে লাগে দুঃখ,
দিনে একটু ভালো থাকলে
রাতে পাই না সুখ।
জিনিস পত্রের দাম যেভাবে
বাড়ছে সর্বক্ষণ,
তাহা দেখে দুঃখে মরি
ব্যাথায় ভরে মন।
বিশ টাকার ঐ সাবান এখন
সত্তর টাকা হয়,
কাপড় কাচা পাউডার এখন
নব্বই টাকায় কয়।
সব কিছুরই দাম দেখিলে
আঁধার দেখে চোখ,
উপায় নাই আর এই জীবনে
পাওয়া ছাড়া শোক!
বলতে গেলে শত্রু বাড়ে
ভয়ে থাকতে হয়,
কখন আবার কে বা এসে
কঠিন কথা কয়!
তার উপরে প্রকৃতি আজ
নাহি ফিরে চায়,
রুষ্ট হয়ে মোদের প্রতি
মুখ ফিরিয়ে যায়।
গরম পড়ে অগ্নি সম
পুড়ছে দেহের ত্বক,
জামা কাপড় যায় না পড়া
মনে লাগে শক।
ঋণের বোঝা মাথায় নিয়া
ঘুরছি রাত্র দিন,
সেই চিন্তাতে সোনার দেহ
হয়ে আসে ক্ষীণ।
টাকা পয়সা বিদেশ নিয়া
কেহ বাঁন্ধে ঘর,
কেহ মরে অনাহারে
আপন হয় যে পর।
নুন আনিতে পানতা ফুরায়
পানতা আনতে নুন,
কেমন করে গাইবো বলো
বর্তমানের গুণ!
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.