|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মহিলা নেত্রী তহমিনা খাতুনকে নৌকার মাঝি হিসাবে দেখতে চাই ইউনিয়নবাসী-DBO-news
প্রকাশের তারিখঃ ৫ জুন, ২০২৩
আগামী ১৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে মণিরামপুর উপজেলার ৮ নম্বর হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে মহিলা নেত্রী ও নারী উদ্যোক্তা তহমিনা খাতুনকে নৌকার মাঝি হিসাবে দেখতে চাই ইউনিয়নবাসী। তাঁর এ পরিচিতি আর কঠোর পরিশ্রমে আওয়ামী লীগের মাঠ বরাবরই উর্বর থেকে উর্বরতর হয়েছে। আর এ উর্বর মাঠের ফসল ঘরে তুলেছেন অন্যরা। তাঁর ভাগ্যে জুটেছে শুভঙ্করের ফাঁকি! তথাপি আশায় বুক বেধে ইউনিয়ন আওয়ামী লীগের হাল ধরেছেন তিনি। নৌকার পক্ষে ভোট আনতে চষে বেড়িয়েছেন ইউনিয়নের এ প্রান্ত থেকে ও প্রান্ত। দুর্বার ও দৃঃসাহসী এ যাত্রায় তিনি ছিলেন দ্বিগি জয়ী এক নারী। এবারের নির্বাচনে হরিহরনগর ইউনিয়নে মহিলা নেত্রী তহমিনা খাতুনকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে যথার্থ মূল্যায়ন প্রত্যাশায় বুক বেধে আছেন ইউনিয়ন আওয়ামী লীগসহ তার অঙ্গ ও সহযোগি সংগঠনের ত্যাগী নেতাকর্মী এবং সমর্থকরা। রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে। এ ইউনিয়নে মহিলা নেত্রী তহমিনা খাতুনের কোন বিকল্প নেই। ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.