|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে গ্রীন মিরসরাইয়ের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন-DBO-news
প্রকাশের তারিখঃ ৫ জুন, ২০২৩
বিট প্লাস্টিক পলিউশন- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের তারকা হোটেল দ্যা পেনিনসুলা চিটাগাং-এর পৃষ্ঠপোষকতায় ও গ্রীন মিরসরাইয়ের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন করা হয়। এইসময় পেনিনসুলা চিটাগং কর্তৃক দুই হাজার গাছের চারা স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় পারিপার্শ্বিক পরিবেশকে প্লাস্টিক দূষনমুক্ত রাখার স্লোগানে সোমবার (৫ মে) নানা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে পেনিনসুলা চিটাগাং। এ উপলক্ষ্যে টিম পেনিনসুলা চট্টগ্রামের মিরসরাইয়ে "বৃক্ষ রোপণ অভিযান" পরিচালনা করে । "বৃক্ষ রোপণ করুন, বিশ্বকে বাঁচান" ট্যাগলাইন নিয়ে সামাজিক সচেতনতার পাশাপাশি সবুজায়ন বৃদ্ধির উদ্যোগ নেয়।
এ ছাড়া প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং পরিবেশ দূষণ বন্ধে জনসচেতনতা তৈরি করতে বিট প্লাস্টিক থিম অনুসারে হোটেল চত্বর সাজিয়েছে পেনিনসুলা চিটাগাং। বিশ্ব পরিবেশ দিবসের দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন দি পেনিনসুলা চিটাগাং-এর চেয়ারম্যান মাহবুব রহমান। সকালে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সচেতনতামূলক সেমিনারে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, পৌর মেয়র গিয়াস উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
পেনিনসুলা চিটাগাং-এর চেয়ারম্যান মাহবুব উর রহমান বলেন, পেনিনসুলা বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতিতে অবদান রাখার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চট্টগ্রামের সাম্প্রদায়িক মূল্যবোধের সুরক্ষা, দেশের প্রতিটি নাগরিকের মধ্যে সচেতনতার দৃষ্টান্ত স্থাপন এবং বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর পেনিনসুলা এ ধরনের অনুষ্ঠানের উদ্যোগ অব্যাহত রাখবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.