|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাইকগাছায় অতিদরিদ্র মানুষের মাঝে টিন বিতরণে ইউএনও মমতাজ-DBO-news
প্রকাশের তারিখঃ ৫ জুন, ২০২৩
খুলনার পাইকগাছায় ব্র্যাক টু বেসিক কর্মসুচির আওতায় অতিদরিদ্র মানুষের মাঝে ৫জুন সোমবার ঢেউ টিন বিতরণ করা হয়।এ উপলক্ষে উপজেলার ব্র্যাক অফিস চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিদরিদ্র সদস্যদের মাঝে ঢেউ টিন বিতরণ সহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার(দাবি) কমলেশ চন্দ্র মন্ডল,এরিয়া ম্যানেজার(প্রগতি) আব্দুল ওয়াহেদ,উপজেলা ম্যানেজার (বিটুবি)শিকদার মো.আলাল,শাখা ব্যবস্থাপক(দাবি)সুব্রত হালদার,শাখা ব্যবস্থাপক(বিসিইউপি)তুলশি সরকার, শাখা হিসাব কর্মকর্তা শাকুর খান,রাজু আহমেদ,স্বপ্না মজুমদার,প্রোগ্রাম অর্গানাইজার(বিটুবি)হযরত আলী,সাব্বির রহমান,হাবিবুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার(প্রগতি)যুথি প্রমুখ।উল্লেখ,ব্র্যাক টু বেসিক কর্মসুচি ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির একটি প্রোজেক্ট।ব্র্যাক টু বেসিক কর্মসুচির মধ্যে রয়েছে শিক্ষা,স্বাস্থ্য,অতিদরিদ্র, দক্ষতা উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা বিষয়ক কার্যক্রম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.