|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর লঞ্চ লেবার এসোসিয়েশন (বাল্কহেড) শাখার পক্ষ থেকে দূর্ঘটনায় আহত নৌ-শ্রমিক কে আর্থিক সহায়তা-DBO-news
প্রকাশের তারিখঃ ৫ জুন, ২০২৩
চাঁদপুর লঞ্চ লেবার এসোসিয়েশন (বাল্কহেড) শাখার পক্ষ থেকে দূর্ঘটনায় আহত নৌ-শ্রমিক কে আর্থিক সহায়তা-DBO-news নৌ-যান শ্রমিক ফেডারেশন রেজি: নং-বি-১৭১৬ ও ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ITF (আইটিএফ) এর অন্তর্ভুক্ত চাঁদপুর জেলা লঞ্চ লেবার এসোসিয়েশন ( বাল্কহেড) শাখার পক্ষ থেকে নৌযান শ্রমিক কে আর্থিক সহায়তা প্রদান করা হয়। দূর্ঘটনায় আহত নৌ শ্রমিক মোঃ সবুজ মুন্সি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিব নগর এলাকার বাসিন্দা। সেখানকার মেঘনা নদীতে নদী রক্ষার কাজ করতে গিয়ে দূর্ঘটনায় মারাত্মক আহত হন।
সোমবার ৫ জুন বিকালে চাঁদপুর সদর উপজেলার বাঘড়া বাজরে সংগঠনের কার্যালয়ে আহত সবুজ এর চিকিৎসা সহায়তার জন্য তার চাচাত ভাই রেহান মুন্সির হাতে ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন চাঁদপুর জেলার সভাপতি মোঃ জাহাঙ্গীর সরদার, সিনিয়র সহসভাপতি ও রফরফ-২ লঞ্চের মাষ্টার হারুনর রশীদ, বাল্কহেড শাখার সভাপতি মোঃ মানিক মাল সহসভাপতি ইয়াকুব মুন্সি, দাদন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, ইউসুফ গাজী, মোঃ বাচ্চু, রায়হান মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হালদার, সহসাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ বেপারী, সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মফিজ, প্রচার সম্পাদক মোঃ সবুজ, সহ আইন বিষয়ক সম্পাদক নাতু চন্দ্র দাস প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.