|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আওয়ামী লীগে অনুপ্রবেশকারী আবু রায়হান মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কে এই আসলাম -DBO-news
প্রকাশের তারিখঃ ৫ জুন, ২০২৩
রাজশাহী আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হাইব্রিড নেতা আবু রায়হান মাসুদকে নিয়ে গত কয়েক বছর থেকে বিতর্ক থাকলেও এবার তার বিরুদ্ধে রাজশাহীর শির্ষ মাদক সম্রাট আসলাম সরকারকে সহযোগীতা করার খবর পাওয়া গেছে। চিহ্নিত এই শীর্ষ মাদক ব্যবসায়ীর সাথে সক্ষতা গড়ে ও বিভিন্ন অনুষ্ঠানে তার অর্থায়নে খাবার সামগ্রী পরিবেশনের ফলে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। জানা যায়, ২০১৮ সালে এক লাখ আট হাজার ইয়াবাসহ কক্সবাজারে শুটিং এর নামে ‘সরকার প্রোডাকশন হাউস’ নামে শুটিং টিমের প্রধান আসলাম সরকারসহ তার শুটিং টিমের ১০ সদস্যকে আটক করে র্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। দির্ঘ কয়েকবছর কারাভোগের পরে জামিনে বেরিয়ে এসে হঠাৎ করে আবু রায়হান মাসুদকে সাথে নিয়ে আবারো একই নামে ব্যবসা চালিয়ে যাচ্ছে আসলাম। সরকার প্রডাকশন হাউজ, সরকার কনভেশন হল,সরকার বাংলার রেস্তোরা ও সরকার ট্যুরিজম এর সাথে আবু রায়হান মাসুদের প্রতিষ্ঠান মাসুদ প্রপার্টিজ, মাসুদ ট্রান্সপোর্ট, মাসুদ ডেভলপার মাসুদ ট্রেডিং কর্পোরেশন এর নাম জুড়ে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন এর নির্বাচনী প্রচারনায় ট্রাকে ভ্রাম্যমান স্টেজ তৈরি করে সেখানে ব্যানার ও ফেসটুনে ছেয়ে দিয়েছে এই মাদক ব্যবসায়ী আসলাম। আর এ কাজে তাকে পুরো সহযোগীতা করেছেন আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হাইব্রিড নেতা আবু রায়হান মাসুদ। এখানেই শেষ তা না মাদক সম্রাট আসলাম সরকারকের অর্থায়নে গত ২৫মে রাজশাহী মেডিকেল কলেজ অডিটেরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় অতিথি ও দলীয় কর্মীদের খাবার পরিবেশনও করা হয়। এখন জনমনে প্রশ্ন এমন শীর্ষ মাদক সম্রাটের সাথে আবু রায়হান মাসুদের কি সম্পর্ক?আওয়ামী লীগের একটি সুত্র জানায়, গতবছরে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী কমিটির সভায় আবু রায়হান মাসুদ এর সাম্প্রতিক কর্মকাণ্ডে নিয়ে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন আওয়ামী লীগে যোগদান করলেও দলের কোন পদ বা প্রাথমিক সদস্য পদও নেই তার। তার সাম্প্রতিক কর্মকাণ্ডে এটিই প্রতিয়মান হয় যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দলে অনুপ্রবেশকারীর অংশগ্রহন ঘটেছে আবু রায়হান মাসুদ তাদের অন্যতম। মাদক সম্রাট আসলামের সাথে তার এমন ঘনিষ্ঠতা তা প্রমান করে।
আবু রায়হান মাসুদ ও মাদক সম্রাট আসলাম সরকারের আরো তথ্য সহ আসছি দ্বিতীয় পর্বে। আমাদের সাথে থাকুন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.