|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ভোলার তজুমদ্দিনে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৪ জুন, ২০২৩
ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম'র দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার আয়োজনে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
ওসি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রী দের নিজেদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার নিরাপত্তা সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হয়।সর্বপরি বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ'র অধ্যক্ষ ও তজুমদ্দিন প্রেসক্লাব সভাপতি মোঃহেলাল উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক, তজুমদ্দিন শিল্পকলা একাডেমির সাদির হোসেন রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.